নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে লাবিবা নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার মাসকা ইউনিয়নে রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া লাবিবা রায়পুর গ্রামের আলামিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সামনে লাবিবা উঠানে খেলা করছিল। কিন্তু এক পর্যায়ে সবার অজান্তে শিশুটি পাশে থাকা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো.এনামুল হক পিপিএম বলেন, এখন পর্যন্ত পানিতে ডুবে রায়পুর গ্রামের শিশু লাবিবা মৃত্যুর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা লাবিবার পরিবারের কেউ অবহিত করে নাই। আমি খোঁজ খবর নিচ্ছি।