শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
টটেনহ্যামকে হারিয়ে এগিয়ে আর্সেনাল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১০:৫৬ AM আপডেট: ২৯.০৪.২০২৪ ১১:১১ AM
ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে শিরোপা লড়াইয়ে আছে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। তিন দলেরই ম্যাচ প্রতিপক্ষ ছিল টটেনহ্যাম। ইতোমধ্যে স্পার্সাদের পরীক্ষায় সফল হয়েছে গানাররা। 

হটস্পার স্টেডিয়ামে গতকাল ৩-২ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল। আর এই জয়ে ৩৫ ম্যাচ শেষে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আর্সেনাল। দুই ম্যাচ কম খেলে ৭৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। তৃতীয় অবস্থানে থাকা লিভারপুলের ৩৫ ম্যাচ শেষে ৭৫ পয়েন্ট। 

দ্বিতীয়ার্ধে দারুণভাবে লড়াইয়ে ফেরে টটেনহ্যাম। এই অর্ধে নিজেরা দুই গোল করার পাশাপাশি আর্সেনালকে কোনো গোল করতে দেয়নি টটেনহ্যাম। ফলে শেষ দিকে দারুণ অস্বস্তিকর অবস্থায় পড়েছিল আর্সেনাল। যদিও শেষ পর্যন্ত গানারদের কাছ থেকে পয়েন্ট কেড়ে নিতে পারেনি টটেনহ্যাম। ৩-২ গোলে জিতে টেবিলের শীর্ষেই রয়ে গেছে আর্সেনাল।

আর্সেনাল প্রথমার্ধের ৩ গোলের একটি পায় হটস্পারের আত্মঘাতী গোল থেকে। ১৫ মিনিটে প্যাইরি এমিলি হজবার্গের ভুলে আর্সেনাল এগিয়ে যায় ১-০ ব্যবধানে। এরপর গানারদের হয়ে গোল করেন বুকায়ো সাকা (২৭ মিনিটে) ও কাই হ্যাভার্টজ (৩৮ মিনিটে)।

ম্যাচের ৬৪ মিনিটে বলা যায় টটেনহ্যামকে একটি গোল উপহার দিয়েছেন আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়া। রায়ার দুর্বল পাস থেকে বল নিজের দখলে নিয়ে আর্সেনালের জালে জমা করেন রায়া।

৮৭ মিনিটে পেনাল্টি এরিয়াতে টটেনহ্যামের বেন ডেভিসকে ফাউল করেন আর্সেনালের ডেকলান রিসি। এতে ভিএআর দেখে আর্সেনালের বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সেই পেনাল্টিকে গোলে রূপান্তর করেন সন হিউং মিন। এতে ব্যবধান কমিয়ে ম্যাচের ফলাফল ৩-২ করে টটেনহ্যাম।

ম্যাচ শেষে আর্সেনালের কোচ মিকেল আরতেতা বলেন, ‘আমি ম্যাচের শেষ দিকে প্রার্থনা করছিলাম। এটি সত্যিই একটি আবেগপূর্ণ খেলা ছিল। এটি একটি কঠিন জায়গা (জয় নিয়ে আসা) এবং একটি দুর্দান্ত দলের বিপক্ষে খেলেছি। আমাদের ভুগতে হতো।’


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত