মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ছোট্ট এই নৃত্যশিল্পী, এক সময়ের জনপ্রিয় নায়িকা ছিলেন
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১১:৩০ AM আপডেট: ৩০.০৪.২০২৪ ১১:৪২ AM
সোমবার (২৯ এপ্রিল) ছিল আন্তর্জাতিক নৃত্য দিবস। ১৯৮২ সালে প্রথম আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করে আন্তর্জাতিক নৃত্য পরিষদ। আধুনিক ব্যালে স্রষ্টা জিন জর্জেস নভেরের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর পালন করা হয় দিবসটি। শুধু ব্যালে নয়, ট্যাপ ডান্স, বেলি ডান্সসহ বিভিন্ন নৃত্যের মাধ্যমে তাকে ও দেশের সংস্কৃতিকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

১৯৮২ সালে নৃত্য দিবসটি ইউনেস্কোর স্বীকৃতি লাভ করে। এরপর বিশ্বজুড়ে প্রতি বছরের ২৯ এপ্রিল নানা উৎসব-আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় দিবসটি। আর এবার সেই নৃত্য দিবসে সোশ্যাল মিডিয়ায় নিজের ছোটবেলার নৃত্য সাজের ছবিটি পোস্ট করেছেন এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ইপ্সিতা শবনম শ্রাবন্তী।

এ অভিনেত্রী ফেসবুকে কোলাপস আকারে দুটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আন্তর্জাতিক নৃত্য দিবসের শুভেচ্ছা।’ দুটি ছবির মধ্যে প্রথমটি ছোটবেলার, আর দ্বিতীয়টি ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হওয়ার পরবর্তী সময়ের। ছোটবেলার ছবিটি সম্পর্কে চ্যানেল 24 অনলাইন’কে এ নায়িকা জানান―বাংলাদেশ টেলিভিশনের রিয়েলিটি শো ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের সময় ছবিটি তোলা হয়েছে।
শাড়ি-ব্লাউজ আর মানানসই গহনায় শ্রাবন্তীর মিষ্টি হাসির ছোটবেলার ওই ছবিটি তাৎক্ষণিক নজর কেড়েছে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। বিভিন্ন রিঅ্যাকশনে ছবিটি ভাসিয়ে দিয়েছেন নেটিজেনরা। আর প্রশংসামূলক মন্তব্য তো রয়েছেই।

এ অভিনেত্রী দীর্ঘদিন ধরেই সপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। দুই মেয়েকে নিয়ে সেখানেই থাকা হয় তার। বড় মেয়ে রাবিয়া আলম, ছোট মেয়ে আরিশা আলম। আর এক যুগেরও বেশি সময় ধরে পর্দার বাইরে রয়েছেন। দূর প্রবাসে থাকলেও মাঝে মাঝে বাংলাদেশে আসেন তিনি। দেশে আসলে ইন্ডাস্ট্রির সহকর্মী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে আড্ডা দিতে ভীষণ পছন্দ করেন লাস্যময়ী এ সুন্দরী।

প্রসঙ্গত, এক সময় নাট্যাঙ্গনে ভীষণ জনপ্রিয় ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী। বড়পর্দায়ও খ্যাতির কমতি ছিল না তার। ‘রং নাম্বার’ সিনেমার মাধ্যমে বেশ সাড়া জাগিয়েছিলেন তিনি। দর্শকমহলে অনেক জনপ্রিয় হওয়ার পরও একসময় হঠাৎ করেই আড়ালে চলে যান। মূলত বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার পরই পর্দার সঙ্গে দূরত্ব সৃষ্টি করেন এ বিউটি ক্যুইন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত