খাগড়াছড়ির গুইমারা বাজারের যানজট নিরসন করতে মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে সাপ্তাহিক হাট চলাকালীন সময়ে বাজারের প্রধান সড়ক পরিদর্শন করেন।
সূত্র জানায়, তীব্র যানজটের কবলে পড়া খাগড়াছড়ি, চট্টগ্রাম-ঢাকা গামী প্রধান সড়ক গুইমারা বাজারের অংশে সাপ্তাহিক হাটে সড়কের উপরে কাঁচা বাজার সহ রয়েছে নানা অব্যবস্থাপনা। সেখানে যানবাহন চলাচলে অনিয়মের পাশাপাশি সড়কের ধারে বসে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান।
মঙ্গলবার সকাল থেকে এসব অনিয়ম দূর করতে মাঠে নামেন ইউএনও। বাজারের এই প্রধান সড়কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন তিনি। যানজট নিরসনের লক্ষ্যে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও সরঞ্জামাদি উচ্ছেদ করেন।
এসময় আনসার সদস্য ও সেচ্ছাসেবকগন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, সাপ্তাহিক হাটে গুইমারা বাজারে তীব্র যানযট হয়। যানজট নিরসনে সবার সহযোগিতা প্রয়োজন। আজ সড়ক পরিদর্শনের পাশাপাশি ফুটপাত দখলকারীদের সতর্ক করে দেওয়া হয়েছে। যানজট নিরসনে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।