সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
যে কারণে উত্তাপ ছড়াচ্ছেন মধুমিতা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ মে, ২০২৪, ১:০৯ PM আপডেট: ০৪.০৫.২০২৪ ১:৩৮ PM
১০ বছর আগে কলকাতার বাংলা সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’র ‘পাখি’ চরিত্রটির কথা বললে বরং সহজ হয়। তবে মিষ্টি মেয়েটির আসল নাম মাধুমিতা সরকার। অভিনয়ের পাশাপাশি যাঁর অবাধ বিচরণ এখন মডেলিংয়েও। মধুমিতা তাঁর ফ্যাশন সেন্সের জন্য বেশ সুপরিচিত। সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই দেখতে পাওয়া যাবে তাঁর নিত্যনতুন ফ্যাশনেবল সব ছবি। এথনিক, ওয়েস্টার্ন, ফিউশন—সব ধরনের আউটফিটেই মধুমিতা সাবলীল। তবে তাঁর বোল্ড লুককেই কুর্নিশ জানায় তাঁর ফ্যাশনিস্তা ভক্তরা। এই আবহাওয়ায় স্টাইল আর আরাম বুঝে পার্টি লুকে কেমন হতে পারে, তা মধুমিতার ছবি দেখে জেনে নেওয়া যাক।


















এই লুকে ফিউশন আউটফিট পরেছেন অভিনেত্রী। তিনি কালো স্ট্রেপ ক্রপ টপের সঙ্গে এক্সপেরিমেন্ট করেছেন ম্যাজেন্টা রঙের সাটিন গাউনে। গাউনে আকর্ষণ কেড়েছে এসেমেট্রিক প্লিটেড স্লিট প্যাটার্ন আর ওয়ান সাইড স্লিভ

পার্টি লুকে সিকুইনসজ্জিত আউটফিট বাড়তি আকর্ষণ যোগ করে। অভিনেত্রী এখানে বেছে নিয়েছেন স্লিভলেস ব্ল্যাক জাম্পস্যুট। জমিনে বসানো হয়েছে স্ট্রাইপ প্যাটার্নের সিলভার সিকুইন। তবে লুকে বোল্ড ভাব এনেছে আউটফিটের ডিপ নেকলাইন। অভিনেত্রী জাম্পস্যুটের সঙ্গে সেমিকার্ল করে ছেড়ে রেখেছেন চুল আর মেকআপে ন্যুড ছোঁয়া রেখে চোখ এঁকেছেন কালো কাজলে




এ বছরের ট্রেন্ডে পিঙ্ক বা গোলাপি রংটা ফ্যাশনে ইন। বার্বি পিঙ্ক বললেও ভুল হবে না। অভিনেত্রী এখানে পোজ দিয়েছেন পিঙ্ক স্যুট প্যান্টে। আর তাঁর মনোক্রম লুকে যোগ হয়েছে ন্যুড মেকআপ

কাটআউট হোয়াইট মিনিড্রেসে অভিনেত্রীকে বেশ সুন্দর লাগছে। বডিকন এই পোশাকে আলাদা মাত্রা যোগ করেছে কাটআউট ফুলস্লিভ। এর সঙ্গে একদম বিপরীত রঙের একটি ভেলভেট হিল পরেছেন অভিনেত্রী, যা লুকে পার্টি ভাইভ এনেছে

যেকোনো পার্টি বা অনুষ্ঠানে শাড়িই বাঙালি মেয়ের প্রথম পছন্দ বলা চলে। তবে ট্রেন্ড আর উপলক্ষ বুঝে শাড়ির ড্রেপিংয়ে ভিন্নতা আনা যায়। ফ্যাশনিস্তারা মধুমিতার এই স্টাইল চাইলে অনুসরণ করতে পারেন। একরঙা পছন্দের টপ আর ডেনিমের সঙ্গে বেল্ট দিয়ে সহজেই পরে ফেলা যায় শাড়ি। আর টুইস্ট যোগ করতে পায়ে একজোড়া কনভারসই যথেষ্ট


ধূসর রঙের স্লিভলেস সিকুইন গাউনে ক্যামেরাবন্দী হয়েছেন মধুমিতা। সাইট স্লিট প্যাটার্ন আর ফেদার দেওয়া নকশা এই আউটফিটের মূল বিশেষত্ব। এর সঙ্গে অভিনেত্রী সেমিকার্ল হেয়ারস্টাইলে বেছে নিয়েছেন। আর মেকআপে রেখেছেন বেশ স্নিগ্ধ আমেজ

এ সময়ের পার্টিতে লেয়ারিং স্টাইল আরাম আর ট্রেন্ডি ভাইভ দুটোই দেবে সমানভাবে। অভিনেত্রী খুব সুন্দর একটা স্লিভলেস কোরসেট কো-অর্ড সেট পরেছেন। এর ওপর জড়িয়ে নিয়েছেন একই ফেব্রিকের জ্যাকেট




স্টাইল স্টেটমেন্ট তৈরিতে বিশেষ পারদর্শী মধুমিতা। এই লুকে তিনি পরেছেন বিকিনি টপ আর স্ট্রাইপ মিনিস্কার্ট। তারপর লেয়ারিং স্টাইলে যোগ হয়েছে স্কার্ট লেন্থেরই লম্বা জ্যাকেট। শেষে লুক পূর্ণ করেছে একজোড়া হিল


গাঢ় বারগেন্ডি রঙের থাই হাই স্লিট গাউনে নজরকাড়া অভিনেত্রী


সাদা নিটেড ক্রপ টপের ওপর সাটিন আর নেট কাপড়ের ক্যাজুয়াল ব্লেজার পরেছেন তিনি। বটমে জুটি বেঁধেছে রিবড ফ্লেয়ার প্যান্ট। আর পায়ে পরেছেন হলোগ্রাফিক বক্স হিল সিলভার সিকুইন মিনিড্রেসে আবেদন ছড়াচ্ছেন মধুমিতা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত