মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
মেঘনায় গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ মে, ২০২৪, ৪:০৫ PM
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মানিকনগর বাজারের পশ্চিম পাশে মেঘনা নদীতে গোসল করতে নেমে সুমাইয়া আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন। 

শুক্রবার দুপুরে উপজেলার নাছিরাবাদ গ্রামের হোরন ফকিরের বাড়ি সংলগ্ন মেঘনা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায় সে। সুমাইয়া শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামের বাবুল মিয়ার মেয়ে। সে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।

স্বজনরা জানায়, নবীনগর উপজেলার শাহবাজপুর গ্রামে সুমাইয়ার পৈত্রিক বাড়ি হলেও তার বাবা বাবুল মিয়া গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনায় বসবাস করে। নাছিরাবাদ গ্রামে গত বুধবার (০১ মে) মামাতো বোনের বিয়েতে অংশ নিতে মামার বাড়ি এসেছিল সুমাইয়া শুক্রবার দুপুরে মামাতো বোন রাকিবাকে নিয়ে নদীতে গোসল করতে যায় সে। এসময় পানির স্রোতে দুজনেই তলিয়ে যেতে থাকলে তাদের চিৎকার শুনে স্থানীয়রা রাকিবাকে উদ্ধার করে। তবে সুমাইয়া এর আগেই পানিতে তলিয়ে যায়। 

খবর পেয়ে নবীনগর ফায়ার সার্ভিস  চাঁদপুরে ডুবুরি দলকে খবর দেয়। চাঁদপুর থেকে ৫ সদস্যের একটি ডুবুরী দল এসে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা ৬.৩০ মিনিট থেকে ৭.৩০ মিনিট পর্যন্ত অভিযান চালালেও সুমাইয়ার কোন হদিস পাওয়া যায়নি। রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ করে দেয়। শনিবার দিনব্যাপী আবারও উদ্ধার অভিযান চলমান রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত