মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ভারতে সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড জিতলেন মিথিলা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৫ মে, ২০২৪, ১২:১০ PM আপডেট: ০৫.০৫.২০২৪ ১২:২৫ PM
রাফিয়াত রশিদ মিথিলা। দেশের গণ্ডি পেরিয়ে প্রতিবেশী দেশ ভারতেও তিনি ছড়িয়েছেন অভিনয়ের দ্যুতি। স্বীকৃতিস্বরূপ এবার পেলেন ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার। ভারতের মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতে গণমাধ্যমের কাছে ব্যক্ত করেছেন নিজের প্রতিক্রিয়া।
মিথিলা বলেন, যেকোনো সম্মাননা কিংবা পুরস্কারই আনন্দের এবং অনুপ্রেরণার। আর ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার তো বেশ মর্যাদাপূর্ণ। নিজ দেশের বাইরে এমন পুরস্কার পেয়ে অনেক ভালো লাগছে।
তিনি আরও বলেন, পুরস্কার প্রদানের সময় আমি দিল্লিতে ছিলাম না। অফিসের কাজে কানাডায় অবস্থান করছিলাম। সে কারণে আমার পক্ষ থেকে আমার সিনেমার টিম পুরস্কারটি গ্রহণ করে।
প্রসঙ্গত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে ‘ও অভাগী’ সিনেমাটি নির্মাণ করেছেন অনির্বাণ চক্রবর্তী। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন তিনি। আর এই সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলে নিলেন রাফিয়াত রশিদ মিথিলা।

‘ও অভাগী’ সিনেমায় মিথিলা ছাড়াও আরো অভিনয় করেছেন সুব্রত দত্ত, দেবযানী চ্যাটার্জি, ঈশান মজুমদার, সায়ান ঘোষ, সৌরভ হালদার প্রমুখ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত