নড়াইলে ডাকাতি মামলায় ৫ বছর সশ্রম কারাদন্ড ও ৫হাজার টাকা জরিমানাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সালাম সরদারকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
সোমবার (৬ মে) তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে লোহাগড়া থানার ইতনা গ্রামের সামাদ সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টা ৩০মিনিটের দিকে এসআই সুজিত সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আসামির নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন,আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।