মডেল, অভিনেত্রী পিয়া বিপাশা লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন। এরপর টেলিভিশন বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত কাজ করেছেন। নাম লিখিয়েছেন চলচ্চিত্রেও। তবে এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। অনেকদিন ধরেই পর্দায় দেখা নেই মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশার। অভিনয় ছেড়ে স্থায়ী হয়েছেন যুক্তরাষ্ট্রে।
সেখানে স্বামী ও সন্তান নিয়ে সুখের জীবন তার। ২০২০ সালের আগষ্টে দেশে আসলেও ফেরা হয়নি অভিনয়ে। নভেম্বরে ফিরে যান যুক্তরাষ্ট্রে।
পর্দায় না দেখা গেলেও সামাজিক মাধ্যকে সরব পিয়া। প্রায়ই ছবি প্রকাশ করেন তিনি। তার সাম্প্রতিক ছবিতে খেয়াল করলে দেখা যায়, চেহারায় অনেকটাই পরিবর্তন এসেছে। তবে তার আবেদনময়ী রূপ নজর কাড়ে অনুসারীদের।
ব্যক্তিজীবনে খুব অল্প বয়সে প্রথম বিয়ে করেছিলেন পিয়া বিপাশা। সেই সংসারে সোহা নামের একটি কন্যাসন্তান রয়েছে। তবে সেই সংসারটি টেকেনি। তবে বিচ্ছেদের শোক কাটিয়ে শোবিজে নিজের অবস্থান তৈরি করে নিয়েছিলেন তিনি।
২০১২ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে পা রাখেন পিয়া বিপাশা। কাজ শুরু করেন নাটক ও টিভিসিতে। ছোট পর্দা পেরিয়ে ২০১৬ সালে ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। এরপর তিনি ‘মনের রাজা’, ‘এত প্রেম এত মায়া’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী।
বিশেষ অঙ্গে সার্জারি করিয়েছেন পিয়ামডেল, অভিনেত্রী পিয়া বিপাশা লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন। এরপর টেলিভিশন বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত কাজ করেছেন। নাম লিখিয়েছেন চলচ্চিত্রেও। তবে এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। জানা গেছে, বিশেষ অঙ্গে সার্জারি করিয়েছেন পিয়া।
সম্প্রতি তার বেশকিছু ছবি নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা চলছে। পিয়া বিপাশার চেহারাতেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন।
ধারণা করা হচ্ছে, তিনি ঠোঁটে সার্জারি করিয়েছেন। তার ছবিতেও সেই ছাপ স্পষ্ট। এরই মধ্যে বেশ কিছু পোস্টে আবেদনময়ী রূপে দেখা দিয়ে অনুসারীদের নজর কাড়েন পিয়া। তার প্রতি মুগ্ধতাও প্রকাশ করেন নেটিজেনরা।
ব্যক্তিজীবনে খুব অল্প বয়সে প্রথম বিয়ে করেছিলেন পিয়া বিপাশা। সেই সংসারে একটি কন্যাসন্তান রয়েছে, নাম সোহা। তবে সংসারটি টেকেনি। বিচ্ছেদ ব্যথা কাটিয়ে শোবিজে নিজের অবস্থান তৈরি করেন তিনি।
ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ২০১৯ সালের জুলাইয়ে দ্বিতীয় বিয়ের জন্য আংটি বদল করেন পিয়া। এরপর ২০২০ সালে বিয়ে করেন তিনি। বরের নাম ওমার। তিনি ইউরোপের নাগরিক। তবে প্রায় এক বছরে স্বামীর সঙ্গে কোনো ছবি শেয়ার করেননি এ অভিনেত্রী।
সেনাবাহিনীতে চাকরি করেন। বর সম্পর্কে এইটুকুই তথ্য দিয়েছিলেন পিয়া। স্বামীর সঙ্গে একাধিক ঘনিষ্ঠ ছবি শেয়ার করে ভক্তদেরও দেখিয়েছেন অভিনেত্রী। অবশ্য এরপর থেকে গত প্রায় এক বছরে স্বামীর সঙ্গে কোনো ছবি শেয়ার করেননি তিনি।