মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
আকষ্মিক ঘূর্নিঝড়ে লণ্ডভণ্ড কেন্দুয়ার শিক্ষা প্রতিষ্ঠান
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪, ৩:০১ PM আপডেট: ০৬.০৫.২০২৪ ৩:৫০ PM
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া আকষ্মিক ঘূর্ণিঝড়ে হাসিনা শাহিদ মাধ্যমিক মডেল একাডেমি নামক শিক্ষা প্রতিষ্ঠানটি লন্ডভন্ড হয়ে গিয়েছে।

গত রবিবার (৬ মে) রাতে ঘূর্ণিঝড়ের থাবায় ঘরবাড়ি ছাড়াও গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

সরেজমিনে সোমবার খোঁজ খবর নিতে গিয়ে জানা যায়, গতরাতের ঘূর্নিঝড়ে হাসিনা শাহিদ মডেল মাধ্যমিক একাডেমি নামক প্রতিষ্ঠানটির ৫টি টিনশেড ঘরের মধ্যে সবচেয়ে বড় যে ঘরটি তা লন্ডভন্ড করে ফেলেছে,বাকি ঘর গুলো ও ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এব্যাপারে হাসিনা শাহিদ মডেল একাডেমির প্রধান শিক্ষক এমএ সালামের সাথে কথা হলে তিনি জানান, গতরাতের ঘূর্নিঝড়ে প্রতিষ্ঠানটির ৫টি টিনশেড ঘরের মধ্যে সবচেয়ে বড় যে ঘরটি তা লন্ড ভন্ড করে ফেলেছে, বাকি ঘর গুলো ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন প্রতিষ্ঠানের স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করতে খুব অসুবিধা হবে। আমার এই প্রতিষ্ঠানে ১২ জন শিক্ষক কর্মচারী ও ৩৭৩ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীদের কথা মাথায় রেখে প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত ঘরগুলো দ্রুত মেরামতের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আহবান জানাই। অন্যতায় পাঠদান চরমভাবে বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

খবর পেয়ে গত সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান, স্থানীয় গড়াডোবা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান সোহাগকে সাথে  ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার জানান, গত রাতের ঘূর্নিঝড়ে শিক্ষা প্রতিষ্ঠানটি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে ৫ ভাঁজ ঢেউটিন দেয়া হবে। ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ  করা হবে বলেও জানান তিনি। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত