বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
মাহফিল নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০
পটুয়াখালী প্রতি‌নি‌ধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৪:২৭ PM আপডেট: ০৭.০৫.২০২৪ ৪:৩৬ PM
পটুয়াখালীতে মাহফিলের পোষ্টা‌রে নাম না রাখায় দুইপক্ষের সংঘর্ষে গুরুতর আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল সোমবার রাত সাড়ে ১২ টার দিকে মোশারেফ হোসেন (৪০) না‌মের একজন মারা গে‌ছেন ব‌লে নি‌শ্চিত ক‌রেছেন দুমকি থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান। নিহত মোশারেফ হো‌সেন দুমকী উপ‌জেলার পূর্ব কার্তিকপাশা গ্রামের বাসিন্দা। 

গত ২৬ এপ্রিল শুক্রবার রাত আটটার দিকে  পূর্ব কার্তিক পাশা গ্রা‌মে দুই প‌ক্ষের সংঘর্ষে মোশারেফসহ ১০ জন আহত হয়ে‌ছিল ব‌লে ও‌সি জানান।

ওই সংঘর্ষের ঘটনায় নিহত মোশারফ মুন্সির ভাই সুলতান মুন্সী এবং  অপরপক্ষে নেসার উদ্দিন বাদি হয়ে ২৯ এপ্রিল দুমকি থানায় পৃথক দুটি অ‌ভি‌যোগ দা‌য়ের করেন যা বর্তমা‌নে তদান্তধীন আছে বলে জানান ওসি।

তিনি জানান, পূর্ব কার্তিক গ্রামের কারিমিয়া মাদ্রাসা মাঠে বার্ষিক ওয়াজ মাহফিল কমিটিতে এবং মাহ‌ফি‌লের প্রচারের জন‌্য সাটা‌নো পোষ্টা‌রে স্থানীয় সোবাহান মুন্সীর নাম না রাখায় মাহফিল কমিটি ও মুন্সী বাড়ির লোকদের মধ্যে সংঘর্ষে মোশারেফ মুন্সীসহ ১০ জন আহত হয়।

আহতদেরকে প্রথমে দূমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সেখান থেকে  মোশারেফ মুন্সিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং ১০ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে মোশারেফ  মুন্সি মারা যান।

নিহত মুন্সির ভাই সুলতান মুন্সী জানান, আমার ভাইকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আমি এ হত্যাকান্ডের বিচার চাই।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত