বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহায়তায় হারানো ২ শিশু উদ্ধার
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ মে, ২০২৪, ২:৫৭ PM
ঢাকা থেকে হারিয়ে যাওয়া দুই এতিম শিশুকে উদ্ধার করে কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দিলেন যশোর জি আর পি পুলিশের ইনচার্জ এস আই মনিতোষ বিশ্বাস। গতকাল শুক্রবার এদের উদ্ধার করা হয়। 

মাদ্রাসা পড়ুয়া দুই শিশু ঢাকা থেকে খুলনা অভিমুখী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে করে চলে আসে। সুন্দরবন ট্রেনের ডিউটিরত টিজি পার্টির সহায়তায় উক্ত শিশু দুটিকে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই(নিরস্র)মনিতোষ বিশ্বাস নিজ হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে পরিচয় জানা যায়। উদ্ধার হওয়া একজনের নাম আল মাসুর রহমান (১৩),অন্যজনের নাম ফাহিম খান(১৩)। দুজনই দারুল হাদিস একাডেমী, ফতুল্লা নারায়ণগঞ্জ এর ছাত্র। তারা দুজনেই এতিম।

নিকট আত্মীয়ের সাথে যোগাযোগ করা হলে জানা যায়, শিশু  দুটি এতিম। তাদের দুজনেরই মা বেঁচে থাকলেও তারা অন্যত্র বিবাহ করে চলে গেছেন। মাদ্রাসা কর্তৃপক্ষই তাদের ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন। পরবর্তীতে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিতোষ বিশ্বাস দারুল হাদিস একাডেমীর অধ্যক্ষ মো: হুমায়ুন কবিরের সাথে কথা বলে নিশ্চিত হন যে উক্ত শিশু দুটি তারই ছাত্র এবং  দারুল হাদিস একাডেমিতে ফিরে যেতে রাজি হয়। 

দারুল হাদিস একাডেমীর অধ্যক্ষ সাহেব উক্ত শিশু দুটিকে ফিরিয়ে নেয়ার জন্য তার একাডেমীর সহকারী শিক্ষক সুপারভাইজার আলী হায়দারের কাছে বুঝিয়ে দেন।

উল্লেখ্য যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মনিতোষ বিশ্বাস এর আগেও এ ধরনের অসংখ্য  মানবিক কার্যক্রম করেছেন। যারই ফলশ্রুতিতে তিনি গত ৮ এপ্রিল খুলনা রেলওয়ে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত