কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে কথা কাটাকাটির জের ধরে মাথায় গুলি করে মোহাম্মদ আলম (৪০) নামে একজন রোহিঙ্গা নাগরিককে হত্যা করা হয়েছে। সে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা আশ্রয়শিবিরের ই-ব্লকের ৯৭৩/৬নং শেডের বাসিন্দা বলে জানা গেছে।
আজ শনিবার (১১ মে) সকাল আটটার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের বটতলীতে এ ঘটনা ঘটে।
এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মুহাম্মদ ওসমান গনি। তিনি বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানোর হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সেখানকার স্থানীয় রোহিঙ্গারা জানায়, আজ শনিবার সকালে টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে ডি-ব্লকের বটতলী নামক এলাকায় রোহিঙ্গা ডাকাত কামাল গ্রুপের সদস্য ডাকাত শফি এবং ই-ব্লকের বাসিন্দা রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ আলম (৪০) সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ডাকাত শফি উত্তেজিত হয়ে তার সাথে থাকা অস্ত্র দিয়ে মোহাম্মদ আলমের মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করেন।