শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
ডোমারে জামানত হারালেন ৫ চেয়ারম্যান প্রার্থী
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ মে, ২০২৪, ৪:৪৯ PM আপডেট: ১১.০৫.২০২৪ ৪:৫৩ PM
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নীলফামারীর ডোমারে আওয়ামীলীগের সভাপতি,সাধারন সম্পাদক,যুগ্ন সাধারন সম্পাদকসহ পাচঁজন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নিয়ম অনুযায়ী ভোট না পেয়ে তাদের জামানত হারিয়েছেন।

চেয়ারম্যান পদে আওয়ামীলীগের সাবেক বর্তমান পাঁচ নেতাসহ একই ঘরোয়ানার তিন প্রার্থীসহ আটজন  প্রতিদ্বন্দ্বিতা করেন।

গত বুধবার ডোমার উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের সদস্য সরকার ফারহানা আকতার সুমি টেলিফোন প্রতিকে ৩১হাজার ৪২১ভোট পেয়ে বিজয়ী হন। তার নিটকতম  প্রতিদ্বন্দ্বিরা  হলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও চেয়ারম্যান তোফায়েল আহমেদ আনারস প্রতিকে ২৩হাজার ১৩৪ভোট ও মদন মোহন সিংহ মটর সাইকেল প্রতিকে ২৩হাজার ২৬ভোট পেয়ে পরাজিত হন।

জামানত হারালেন যারা-

উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মো. মনোয়ার হোসেন হেলিকপ্টার প্রতিক ২হাজার ৩১৩ ভোট, সাধারন সম্পাদক মো. মনজুরুল হক চৌধুরী কাপ পিরিচ প্রতিক  ৯হাজার ৮০৭ভোট, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল মালেক ঘোড়া প্রতিক ৬হাজার ৯৩৫ভোট ও এহছানুল হক দোয়াত কলম প্রতিকে এক হাজার ৮৬৮ভোট, রাকিব আহসান প্রধান কৈ মাছ প্রতিকে ৪হাজার ৯৩৫ভোট পেয়ে  প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারিয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার নূর ই আলম জানান, নির্বাচন বিধি অনুযায়ী  প্রদত্ত ভোটের ১৫শতাংশের নিচে ভোট পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

প্রসঙ্গত; উপজেলায় মোট ভোটার ২লক্ষ ৭হাজার ৫৮৮জন। তাদের মধ্যে এক লক্ষ ৬হাজার ২৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত