মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
উপাচার্যের পদত্যাগের দাবিতে কুবি শিক্ষকদের অবস্থান কর্মসূচি
কুবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ২:৫৪ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপাচার্য এবং কোষাধ্যক্ষের পদত্যাগের এক দফা দাবিতে সপ্তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। মঙ্গলবার (১৪ মে) বেলা ১২টা থেকে একটা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচী পালন করা হয়।

শিক্ষক সমিতির কার্যকরী সদস্য মোহাম্মদ আইনুল হক বলেন, 'গত ১৯ তারিখ (ফেব্রুয়ারি) এবং ২৮ তারিখের (এপ্রিল) ঘটনার প্রতিবাদে আমাদের এ কর্মসূচি। আমাদের এক দফা দাবি আদায় না পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে। শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়েই আমরা আজকে এ আন্দোলনের পর্যায়ে এসেছি। 

মাননীয় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের স্বার্থ না দেখে উনি উনার নিজের স্বার্থের কথা ভেবে বিভিন্নভাবে শিক্ষক, শিক্ষার্থীদের নামে অপপ্রচার চালাচ্ছেন। আমি অনুরোধ করব, উনি এমন অপপ্রচার থেকে বিরত থাকবেন এবং সরকারের যে উচ্চ পর্যায় আছে তারা উদ্যোগ গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালু করবেন।'

উল্লেখ্য, উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে গত সোমবার (৬ মে) থেকে অবস্থান কর্মসূচি পালন করছে কুবি শিক্ষক সমিতি।
 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত