মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ম‍্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ২:৫৮ PM
বিদ‍্যালয়ের ম‍্যানেজিং কমিটির জের ধরে আপন চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল সোমবার রাত আনুমানিক ১০টার সময় খুলনা মেডিকেল কলেজ  হাসপাতালের চিকিৎসক রসুল মিনা (৪২)কে  মৃত্যু ঘোষণা করেন। নিহতের বাড়ি  খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে।

পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, বামনডাঙ্গা গ্রামে আপন চাচাতো ভাই আমিনুল মিনা ও রসুল মিনার মধ্যে পূর্ব থেকে ভিতরে ভিতরে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। 

এর মধ‍্যে বামনডাঙ্গা মাধ‍্যমিক বিদ‍্যালয়ে ম‍্যানেজিং কমিটির নির্বাচন আগামী ২৯মে তারিখে অনুষ্ঠিত হবে। নির্বাচন বিষয় নিয়ে গত ১২ মে রাতে মিনা বাড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার এক প্রান্তে দুই চাচাতো ভাইয়ের গ্রুপের  মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

পরবর্তীতে উক্ত ঘটনা বামনডাঙ্গা বাজারে এসে  হাতুড়ি,লোহার রড়সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। 

সংঘর্ষে  রসুল মিনা (৪২) আতা মিনা(৩৫), জাহিদুল মিনা (৪০), পান্না মিনা(৩৫),ও ফারুক মিনা (৩৮) গুরুতর আহত হন।  সংঘর্ষে  ঘটনাস্থলে রসুল মিনা মারাত্মক জখম হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন‍্য নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত‍্যু ঘোষণা করেন।  ঘটনার পর পুলিশের উর্ধতন  কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এ ব্যাপারে রূপসা থানার ওসি মো.এমদাদ হোসেন জানান, নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি শান্ত আছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত