মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
কুয়াকাটায় সর্বজনীন পেনশন ভাতার উদ্বুদ্ধ করণ সভা
কুয়াকাটা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩:০৮ PM
পটুয়াখালীর কুয়াকাটায় জেলেসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে সার্বজনীন পেনশন ভাতার আওতায় আনতে উদ্বুদ্ধ করণ সভা করা হয়েছে।  

মঙ্গলবার সকাল ১০ টায় কুয়াকাটা পৌরসভা চত্তরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম।কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার  এর সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র মোঃ মনির শরীফ, মো: শহিদ দেওয়ান, কাউন্সিলর মো: ফজলুল হক, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর তাসলিমা বেগম প্রমুখ।এসময় সার্বজনীন পেনশন বিষয় জেলেসহ উপস্থিত নানা শ্রেণি পেশার মানুষকে সম্মুখ ধারণা দেয়া হয়। 

১৮ থেকে ৫০ বয়সী সকল মানুষকে সার্বজনীন পেনশন ভাতাার আওতায় এসে ভবিষ্যৎ জীবন গড়তে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

সভা শেষে পৌরসভার উদ্যোগে ৮শত জেলের মাঝে বিজিএফ'র চাল বিতরণ করা হয়। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত