মঙ্গলবার (১৪ মে) দুপুরে রাঙামাটি শহরের উত্তর বিহারপুর এলাকায় পাশাপাশি দুটি গ্রামে অভিযান চালিয়ে ১০ হাজার লিটার দেশীয় চোলাই মদ জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মদ তৈরির সরঞ্জাম উদ্ধারসহ আটক করা হয় দুইজনকে।
পুলিশ জানায়, রাঙামাটি শহরের উত্তর বিহারপুর এলাকায় বাণিজ্যিকভাবে চোলাই মদ তৈরি করা হয় এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় স্থল ও নৌ-পথে অভিযান পরিচলনা করা হয়। পুলিশি অভিযান টের পেয়ে অনেকেই পালিয়ে গেলেও মধু মিলন চাকমা (৫০) ও মানবেন্দ্র চাকমা (৫২) নামে দুইজনকে আটক করা হয়। এ সময় মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করা হয়।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে প্রভাবশালী সিন্ডিকেট মদ উৎপাদন করলেও ভয়ে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি স্থানীয়রা।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে এই এলাকায় বাড়ি বাড়ি চোলাই মদ তৈরি হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা দুপুরে অভিযান শুরু করি। আমাদের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে যায়, তারপরও আমরা দুইজনকে আটক করি।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহ নেওয়াজ রাজু বলেন, আমরা নিজেরাও খুবই অবাক হয়েছি যে এখানে এত পরিমাণ মাদক উৎপাদন হচ্ছে। এই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই আমরা একটি কারখানা পেয়েছি। অভিযানে প্রচুর পরিমাণে চোলাই মদ জব্দসহ মদ তৈরির যাবতীয় সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।