এবার কলকাতার বহুল আলোচিত-সমালোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির সাথে অভিনয় করবেন শরিফুল রাজ। এদিকে স্বস্তিকার বয়স ৪৩ বছর এই নায়িকাকে বাংলাদেশের হিমু আকরামের ‘আলতাবানু জোছনা দেখেনি’ সিনেমায় দেখা যাবে। এতে তার বিপরীতে অভিনয় করবেন ৩২ বছর বয়সী শরিফুল রাজ। সম্প্রতি খবরের পাতায় এসেছিলো রাজ ও মন্দিরার প্রেমের গুঞ্জন।
এর আগে নির্মাতা জানিয়েছিলেন, অনেক লেয়ার আছে আলতাবানু চরিত্রটির। নির্মাতা, গল্পকার হিসেবে তার মনে হয়েছে এখানে একজন শক্তিশালী অভিনেতা প্রয়োজন। একজন মানুষের তিনটি লুক থাকতে হবে। ওই জায়গা থেকে চরিত্র মেলানো কঠিন। উপযুক্ত কাউকে খুঁজে পেলে তাকে নেওয়া হবে।
অবশেষে শরিফুল রাজকে চরিত্রটির জন্য পারফেক্ট মনে করেছেন নির্মাতা।
নিজের গল্পেই প্রথম সিনেমা বানাবেন হিমু। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে হিমু আকরাম, মোহাম্মদ নাজিম উদ দৌলা ও মোহাম্মদ নাজিম উদ্দিন।
সৈয়দপুর, সুন্দরবন, রাজেন্দ্রপুরের শালবনে মিস্টেরিয়াস গল্পের সিনেমাটির দৃশ্যধারণ হবে বলে জানা গেছে। তারকাবহুল সিনেমাটিতে স্বস্তিকা-রাজের পাশাপাশি ইরেশ যাকের, মামুনুর রশীদ, সোহেল মণ্ডলসহ অনেকেই অভিনয় করবেন বলে জানিয়েছেন নির্মাতা।
এর আগে শাকিব খানের বিপরীতে ‘সবার উপরে তুমি’ সিনেমায় অভিনয় করেছিলেন স্বস্তিকা। তিনি কামরুল হোসেন রিফাতের পরিচালনায় ‘ওয়ান ইলেভেন’ নামে একটি সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন।

এদিকে খুলনার মেয়ে মন্দিরা মা-বাবার পুরো সমর্থন নিয়েই শোবিজে এসেছেন। পরিবারের সদস্যরা চাইতেন তিনি সিনেমা করুক। তাই ঘটেছে। এখন তারা কতটা হ্যাপি? জানতে চাইলে তিনি বলেন, মা-বাবা অনেক হ্যাপি কাজলরেখা নিয়ে। তারা অনেক খুশি। রাজ আমার ভাল বন্ধু আর কিছু না।