লালমনিরহাটের হাতীবান্ধায় ৪বছরের এক শিশুকে যৌন হয়রানি করার অভিযোগ ছোলেমান (৬০) নামে এক বৃদ্ধর নামে। শিশুটির বাবা বাদী হয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
প্রাপ্ত অভিযোগ সুত্রে জানাগেছে, হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া (ভুটিয়ামঙ্গল) এলাকার মৃত. ফজল আলীর ছেলে ছোলেমান (৬০) গত (৭ মে,মঙ্গলবার) তার নিজ বাড়ীতে ওই শিশুটিকে ডেকে নিয়ে তাহার যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে যৌন হয়রানি করে।
তখন শিশুটি চিৎকার দিয়ে তার মায়ের কাছে চলে যায়। তার মা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে দায়িত্বরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর মেডিকেলে প্রেরণ করে। শিশুটির বাবা বলেন, আমি অন্যের বাড়ীতে কৃষি কাজে ছিলাম, আমার শিশুটি ছোলেমান এর বাড়ীতে খেলতে গেলে তখন সে যৌন হয়রানি করে। পলাতক থাকায় এ বিষয়ে অভিযুক্ত ছোলেমানের কোন বক্তব্য পাওয়া যায়নি।
হাতীবান্ধা থানার ওসি( তদন্ত) নির্মল চন্দ্র মহন্ত বলেন, তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।