মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
জমির জন্য মাকে মারধরের মামলায় ছেলে আটক
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪, ৩:৪০ PM
সিংগাইরে জমি লিখে নিতে মাকে মারধরের অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ। পরে জহুরা খাতুন নামের ওই নারীর করা মামলায় ছেলে আনোয়ার সিকদারকে (৩৮) গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

উপজেলা চান্দহরে শুক্রবার সন্ধায় এই মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী।  ভুক্তভোগী জহুরা বেগম  উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলী পশ্চিম কান্দ গ্রামের বাসিন্দা।

মামলার এজাহারে জহুরা খাতুন উল্লেখ করেন, নিজ নামে রিফািতপুর মৌজার দায়রার চকে একটি জমি রয়েছে। তাঁর স্বামী মৃত শামসুল হক, ৫ছেলে ১ মেয়ে রেখে যান। তাঁর দুই ছেলে গফুর সিকদার (আইনজীবী) ও আরেক  আনোয়ার সিকদারের স্বভাব-চরিত্র ভালো না। 

জমিটি লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে শারীরিক ও মানষিক নির্যাতন করে  আসছেন দুই ছেলে। মাঝেমধ্যে মারধরও করেন। সবশেষ শুক্রবার সন্ধায় বড়ছেলে গফুর ও আনোয়ার তাঁকে মারধর করেন। দুই ছেলে এলোপাথাড়ি কিল-ঘুষি মেরে মায়ের দাত ভেঙে। আরেক ছেলে কহিনুর সিকদার উদ্ধার করতে এগিয়ে আসলে তাকেও মারধর করে এবং হত্যার হুমকি দেন এ কারণে তিনি ছেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেন। 

সিংগাইর থানার ইনচার্জ (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, আজ মোট বারজন আসামী গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে  মাকে মারধর করার ঘটনায় আনোয়ার সিকদারকে আটক করা হয়েছে। আজ দুপুরে তাদেরকে আদালতের সোপর্দ করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত