মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
দাকোপে গ্রিন ক্লাইমেট ফান্ডের অবহিতকরণ সভা
দাকোপ (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪, ৩:৪৪ PM
খুলনার দাকোপে গ্রিন ক্লাইমেট ফান্ডের (জিসিএফ) আর.এইচ.এল প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার এ সভার আয়োজন করেন। 

আজ বুধবার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক মোঃ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, দাকোপ ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, বানিশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায়, তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান গাজী জালাল উদ্দিন, কৈলাশগঞ্জ ইউপি চেয়ারম্যান মিহির কুমার মন্ডল, কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, বাজুয়া ইউপি চেয়ারম্যান মানষ কুমার রায়, পানখালী ইউপি চেয়ারম্যান ছাব্বির আহম্মেদ শেখ, অধ্যক্ষ অসিম কুমার থান্দার, বীর মুক্তিযোদ্ধা অহেদ আলী গাজী, প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের জোনাল ম্যানেজার অনুপ কুমার দে, প্রকল্প সমন্বয়কারি মনিরুল ইসলাম। অন্যানের মধ্যে বক্তৃতা করেন দেবাশীষ ঢালী, সাগর সেন প্রমুখ।  
    
                                                                                                   
 





« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত