নেত্রকোনার দুর্গাপুরে প্রবীণ ব্যক্তিবর্গ, প্রতিবন্ধী ভাই বোন ও মাদকাসক্ত ব্যক্তিদের অধিকার ও মর্যাদাশীল জীবন যাপনে গণসচেতনতা বিষয়ক র্যালি ও কর্মশালা হয়েছে।
বুধবার সকালে কারিতাস এস ডি ডি বি প্রকল্পের আয়োজনে ডিএসকে হাসপাতাল হলরুমে এ অঅনুষ্ঠান হয়। কর্মশালায় কুল্লাগড়া ও দুর্গাপুর ইউনিয়নের প্রবীণ প্রতিবন্ধী ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় ডিসি কমিটির সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্পের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা পারভেজ হাসান, উপ সহকারী প্রানিসম্পদ কর্মকর্তা সিদ্দিকুর রহমান,ইউনিয়ন পরিষদের সচিব মাজহারুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, ইউনিয়ন ডিসি কমিটির সাধারন সম্পাদক আঃ হাই প্রমুখ।
কর্মশালায় প্রবীণ প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের বিভিন্ন সমস্যা সমূহ সমাজসেবা অফিসারের কাছে জানান । সমাজসেবা অফিসার তাদের সমস্যাগুলো দ্রুত সমাধান করে দেওয়ার আশ্বাস দেন।
এছাড়াও বক্তারা কারিতাসকে ধন্যবাদ জানান এমন উদ্যেগ নেওয়ার জন্য।