বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
ভাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ লাখ টাকা জরিমানা
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪, ৭:৩৯ PM
ফরিদপুরের ভাঙ্গায় একটি নকল আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিক লুৎফর রহমানকে এক লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। পরে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।  

ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা গ্রামে কারখানাটিতে অভিযান চালিয়ে নকল আইসক্রিম  ও তৈরির সরঞ্জাম জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালত পরিচালনা করেন বিজ্ঞ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া।

এ বিষয় ভ্রাম্যমান আদালতের বিচারক মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, একটি আইসক্রিম বানানোর কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে, বিএসটিআই এর অনুমতি ছাড়া বিভিন্ন কোম্পানির লেভেল নকল করে আইসক্রিম তৈরির প্রমাণ পাওয়া যায়। 

এ সময় আইসক্রিম ফ্যাক্টরির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সাথে গোডাউন ও কারখানা সিলগালা করা হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত