ফেনী পৌরসভার ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ফেনী পৌরসভার কনফারেন্স হলে পৌর ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সভাপতি ও ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাছানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র ও পৌর ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের প্রধান পৃষ্ঠপোষক নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
পৌর ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের আহ্বায়ক ও মাস্টার পাড়া লমী হাজারী বাড়ী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবদুর রাজ্জাকের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রামপুর পাটোয়ারী বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ।
এসময় প্রধান অতিথি পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ইমাম-মুয়াজ্জিনরা সমাজের সবচেয়ে সম্মানিত লোক। প্রতিনিয়ত এইসব সম্মানিত লোকেরা সমাজের কতিপয় প্রভাবশালীদের দ্বারা অন্যায়ের শিকার হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক।
আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সর্বক্ষেত্রে ইমাম- মুয়াজ্জিনদের প্রয়োজন অথচ আমাদের সমাজের অনেক প্রভাবশালীরা উনাদের বেতন-ভাতা বাড়ানোর জন্য উদারতা দেখান না। পৌর মেয়র আরো বলেন, ইমাম-মুয়াজ্জিনরা অসুস্থ হলে টাকার অভাবে চিকিৎসা করতে পারেন না।
এইসমস্ত কিছুকে মাথায় রেখে আমি ইমাম-মুয়াজ্জিনদের জন্য ফান্ড সৃস্টি, ন্যায়-বিচার পাওয়া ও ঐক্যবদ্ধ হওয়ার জন্য সংগঠন সৃস্টির উদ্যোগ নিয়েছি। অচিরে পৌর ইমাম- মুয়াজ্জিনদের জন্য পৌর চত্বরে স্থায়ী কার্যালয় নির্মাণ করার আশ্বাস দেন মেয়র।
এই সংগঠনের ফান্ড সৃস্টির জন্য সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী মহোদয়কে সম্পৃক্ত করবেন বলে আশ্বাস দেন তিনি। আমি আশা করি সংগঠন সৃস্টি হলে সমাজের প্রভাবশালীরা আপনাদের উপর অন্যায় করার সাহস পাবে না। আমি পৌরবাসীকে শাসন করার মেয়র হতে চাই না। আমি আপনাদের খেদমত করতে ও আপনাদের ময়লা পরিস্কার করতে মেয়র হয়েছি।
আপনারা শুনে আনন্দিত হবেন ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট শহর হিসেবে রূপান্তর করার জন্য বাংলাদেশের মধ্যে তিনটি শহরকে পছন্দ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর তালিকায় আমাদের ফেনী শহরও আছে। এসময় তিনি ফেনী শহরকে স্মার্ট শহরে রূপান্তর করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
উক্ত মতবিনিময় শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কারাগার মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ হোসাইন।