দিনাজপুর শিক্ষাবোর্ডে ভালো ফলাফলের তালিকায় ধারাবাহিকতা বজায় রেখেছে চিরিরবন্দর উপজেলার সিটি রেসিডেনসিয়াল মডেল স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
১১০ পরিক্ষার্থীর মধ্যে ১১০ জনেই পেয়েছে জিপিএ-৫। সর্বচ্চো ফলাফলে শিক্ষার্থীদের ছিল বাধভাঙ্গা উল্লাস। সেই আনন্দ উল্লাসে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন অবিভাবকরাও। ভালো ফল পেয়ে আনন্দে কাঁদতেও দেখা যায় কাউকে কাউকে।
(১২ মে) রোববার এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলে সিটি রেসিডেনসিয়াল মডেল স্কুল ও কলেজে সব পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, সিটি স্কুল প্রতিবারের ন্যায় এবারও শতভাগ জিপিএ-৫ পেয়েছে। এবার ১১০ ছাত্র-ছাত্রীর পরীক্ষায় অংশ নেয় এবং সব শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর আগে ২০২৩ সালে কলেজ শাখা থেকেও শতভাগ জিপিএ-৫ পেয়েছে।
ভালো রেজাল্ট করে খুবই আনন্দিত; বাবা-মার স্বপ্ন পূরণ করতে চাই জানিয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী জাকির হোসেন বলেন, সিটি স্কুলে চিরিরবন্দর উপজেলার একটি স্বনামধ্যন প্রতিষ্ঠান। এ স্কুল থেকে প্রতিবারে ছাত্র-ছাত্রীরা ভালো ফলাফল করে। তার ধারাবাহিকতায় এবার আমরা ১১০ জন পরীক্ষা দিয়েছি। ১১০ জনেই জিপিএ ৫ পেয়েছি। এর পিছনে আমাদের স্কুলের পরিচালক ও ক্লাস টিচারদের ছিলো পরিশ্রম আর ভালোবাসা। তারা আমাদের সঠিকভাবে গড়ে তুলছেন বলেই আমাদের ফলাফল ভালো হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোখলেছুর রহমান জানান, শিক্ষকদের নিবিড় তত্বাবধান, অভিভাবকদের সহযোগিতা ও শিক্ষার্থীদের কঠোর অনুশীলনের কারণে এই ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে। সিটি স্কুলের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ইঞ্জিয়ারিং বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে পড়াশোনা করছে। আমরা এ ফলাফলের ধারবাহিকতা রক্ষা করতে চাই।
২০১৬ সালে প্রতিষ্ঠিত দিনাজপুর জেলার উপজেলা পর্যায়ে সিটি রেসিডেনসিয়াল মডেল স্কুল ও কলেজ ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে।