মাদারীপুরের শিবচরে গোয়াল ঘরে টিনের বেড়ায় হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবির তালুকদার নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ মে) রাত ৯ টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আবির ওই এলাকার বিল্লাল তালুকদারের ছেলে।
জানা গেছে, বুধবার রাত ৯ টার দিকে পরিবারের সদস্যরা গোয়াল ঘরে কাজ করছিল। এ সময় শিশু আবির গোয়াল ঘরের টিনের বেড়ায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
আতিকুর রহমান নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, 'ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে গরু ঘরের টিনের বেড়া বিদ্যুতায়িত হয়ে যায়। শিশুটি বেড়া স্পর্শ করতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
শিবচরের দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাসির উদ্দিন বলেন, 'খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। শিশুটির বাবা তখন গোয়াল ঘরে কাজ করছিল। শিশুটি হাটতে হাটতে গোয়াল ঘরে গিয়ে টিনের বেড়ায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে যায়। পরে চিকিৎসার জন্য ফরিদপুর নিয়ে যাওয়ার সময় পথে শিশুটি মারা যায়। এটা খুবই দুঃখজনক। বিদ্যুতের তার লিকেজ হয়ে ঘরের বেড়া বিদ্যুতায়িত হয়ে যায়।'