ঈশ্বরদীর ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান দাশুড়িয়া বারোয়ারী দেবক্রিয়া মন্দিরে ২৪ প্রহরব্যাপী মহানাম শুরু হয়েছে।
বৃহস্পতিবার ১৬ মে অধিবাস কৃর্তনের মাধ্যমে শুরু হওয়া বাৎসরিক এই নামযজ্ঞানুষ্ঠানটি ২০মে সোমবার শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ ও মহাপ্রসাদ বিতরণের মধ্যদিয়ে শেষ হবে।
এই বছর সুধা নাম পরিবেশন করবে রাধা মাধব সেবা সংঘ-নড়াইল, জয় গোবিন্দ সম্প্রদায়-সাতক্ষীরা, সোনার গৌর সম্প্রদায়-যশোর, মা যশোদা সম্প্রদায়-খুলনা, রাম ঠাকুর সম্প্রদায়- সিরাজগঞ্জ ও নিত্যানন্দ সম্প্রদায় স্বাগতিক দল (দাশুড়িয়া)।
নামযজ্ঞ পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক সাংবাদিক গোপাল অধিকারী বলেন, দাশুড়িয়ার শতবর্ষী বারোয়ারী দেবক্রিয়া মন্দিরটি দাশুড়িয়ার কেন্দ্রীয় মন্দির। ভারতীয় হাইকমিশনারসহ বিভিন্নজন মন্দিরটি পরিদর্শন করেছেন। প্রতিবছরের ন্যায় এই বছরও সুষ্ঠু ও ধর্মীয় ভাব-গাম্ভির্যে দেশ মাতৃকার ও বিশ্ব শান্তিকল্পে নামযজ্ঞানুষ্ঠানে আয়োজন করা হয়েছে। সকল ভক্তবৃন্দের অংশ গ্রহণে পূণ্যভূমি হবে মন্দির অঙ্গন।
পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কুমার রাম বলেন, নামযজ্ঞের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রায় ১০ হাজার ভক্তবৃন্দের সেবা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।