বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
বেনাপোল-পেট্টাপোল বন্দরে মানুষ ও যান চলাচল বন্ধ
বেনাপোল যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪, ১২:০৩ PM
পশ্চিমবঙ্গের বনগাঁ আসনে লোকসভা ভোটের জন্য বেনাপোল-পেট্টাপোল বন্দর সহ সব আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে মানুষ ও যানবাহন চলাচল তিন দিনের জন্য বন্ধ থাকবে। বৃহষ্পতিবার এক নির্দেশনায় উত্তর ২৪ পরগনার জেলা নির্বাচন কর্মকর্তা এ নির্দেশণা জারি করেন।

এ কারণে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে ২০ মে সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এ নির্দেশনা বহায় থাকবে। তবে জরুরি চিকিৎসায় বাংলাদেশ থেকে ভারতে যেতে ইচ্ছুক রোগী, পচনশীল পণ্য বহনকারী যানবাহন ও বনগাঁ আসনের ভোটার এ বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে।

বৃহষ্পতিবারের এ নির্দেশনায় আরো বলা হয়, ২০মে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বনগাঁ সংসদীয় আসনে ভোট গ্রহণ হবে।

এদিকে লোকসভা নির্বাচনের ছুটির সঙ্গে মঙ্গলবার বেনাপোল উপজেলা ভোট এবং বুধবার বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি মিলিয়ে বেনাপোল ও ভারতের পেট্টাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন পেট্টাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ মোঃ আজহারুল ইসলাম বলেন, ভারতের লোকসভা নির্বাচনের কারণে আগামীকাল শনিবার থেকে সোমবার পর্যন্ত পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ থাকবে। তবে গুরুত্বর অসুস্থ ভারতে চিকিৎসা নিতে যাওয়া রোগী যেতে পারবেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত