মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
মোরেলগঞ্জে পুলিশের সতর্কতামূলক অভিযান
মোরেলগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪, ৪:১৭ PM
বাগেরহাটের মোরেলগঞ্জে মোটরসাইকেল চালকেদের সচেতন করতে অভিযান চালিয়েছে পুলিশ। শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলা সদরের কয়েকটি জনগুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালায় থানা পুলিশ। এসময় মোটরসাইকেল চালকদের হেলমেট, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির বৈধ কাগজপত্রের বিষয়ে চালকদের সতর্ক করা হয়। 

সতর্কতামূলক অভিযানে থাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মোটরসাইকেল চালকদের সতর্ক করা হচ্ছে। পরবর্তী অভিযানে কোন গাড়ি বা চালকের ত্রুটি পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। থানার ওসি(তদন্ত) মোহাম্মদ শাজাহান আহমেদসহ ৩টি দল পৃথক অভিযানে অংশ নেয়।

অপরাধমূলক কর্মকাণ্ডে নম্বরবিহীন মোটরসাইকেলের ব্যবহার রোধ ও সড়ক দুর্ঘটনা কমাতে এ অভিযান পরিচালনা করা হয় বলে থানার ওসি জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত