বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
তুচ্ছ ঘটনায় অটোচালক মারাত্মক হামলার শিকার
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪, ৪:২৬ PM আপডেট: ১৮.০৫.২০২৪ ৪:৪৭ PM
শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ বসতবাড়িতে গিয়ে আনোয়ার হোসেন (২৭) নামে এক অটোচালককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। ১৭মে শুক্রবার দুপর ২টার দিকে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মধ্যকুমরী খামারপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। 

এ ঘটনায় ভুক্তভোগী অটোচালক আনোয়ার হোসেন এর মা আলেছা বেগম বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

ভুক্তভোগীর পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র একই এলাকার প্রতিপক্ষ  মোশাররফ, মিস্টার, মিজান, সেলিম  আরও ৪/৫জন মিলে আমার ছেলের উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে  মাথায় মারাত্মক জখম করে। পরে স্থানীয়দের মাধ্যমে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করি। 

এঘটনায়  শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন ,একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত