বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
অবশেষে স্বস্থির বৃষ্টি শ্রীমঙ্গলে
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪, ৪:৩৭ PM
অবশেষে স্বস্থির বৃষ্টি এলো শ্রীমঙ্গলে। স্বস্তির বৃষ্টিতে ভিজলো শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলে গত কয়েকদিনে তাপমাত্রা উঠেছিল ৩৬ ডিগ্রি থেকে ৩৮ ডিগ্রি পর্যন্ত। তীব্র গরমে সাধারন জীবনযাত্রা ছিল বিপর্যস্থ। শ্রমজীবি আর খেটে খাওয়া মানুষের দুর্ভোগ ছিল চরমে। খরার কবলে পড়ে চা-বাগানগুলো ছিল হুমকির মুখে। 

শনিবার ভোররাত ৪ টা থেকে শ্রীমঙ্গলে শুরু হয় বৃষ্টি। চমকাতে থাকে বিদ্যুৎ। সেই সাথে শুরু হয় বজ্রসহ বৃষ্টি। বহু প্রতীক্ষিত এ বৃষ্টিতে জনজীবনে ফিরে আসে স্বস্তি। তীব্র দাবদাহ আর গরমের পর শ্রীমঙ্গল ভিজলো কাঙ্খিত বৃষ্টিতে। প্রচন্ড গরম সহ্য করে আসা মানুষ যেন স্বস্তি ফিরে পেলো।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, শনিবার ভোররাত ৪ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৪১.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এ সময় বাতাসের গতিবেগ ছিল ৩০ নটিক্যাল মাইল অর্থাৎ ৫৫.৫৯ কিলোমিটার। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত