মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
নান্দাইলে কুকুরের কামড়ে ছিন্নভিন্ন যুবকের দেহ
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৯ মে, ২০২৪, ৩:১২ PM
ময়মনসিংহের নান্দাইলে একদল কুকুরের কামড়ে ইজাজুল (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  হয়েছে।

আজ রোববার (১৯ মে) ভোরে এ ঘটনা ঘটে।ইজাজুল উপজেলার শেরপুর ইউনিয়নের শেরপুর উত্তরপাড়া গ্রামের মৃত ছমির হোসেনর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি বাসায় ব্যাচেলর হিসেবে ভাড়া থাকতো। সে পেশায় ঔষধ কোম্পানির প্রতিনিধির কাজ করতো। রবিবার ফজরের নামাজের উদ্দেশ্য বাসা থেকে বের হয়ে চারিআনি পাড়া নদীর পাড় রাস্তা দিয়ে মসজিদে আসার পথে একটি সংঘবদ্ধ কুকুরের দল চারদিক থেকে ঘিরে ধরে তাকে কামড়াতে থাকে।তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দেখতে পায় যুবকের একটি গাল, পেটসহ শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন
 করে খেয়ে ফেলেছে কুকুররা। ফলে সে ঘটনাস্থলেই মারা যায়।

স্থানীয়রা জানায়‘আমাদের জীবনে কখনো দেখিনি কুকুর মানুষকে এভাবে খেয়ে ফেলে, এটা বিরল ঘটনা। তাদের দাবি বেওয়ারিশ কুকুর নিধনের জন্য প্রশাসনসহ সকলের দৃষ্টি কামনা করেন।

ইদানীং সংঘবদ্ধ কুকুরের দল উপজেলার বিভিন্ন এলাকায় অসংখ্য মানুষ, গরু, ছাগলকে কামড়িয়ে আহত করেছে বলে জানায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত