বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী দিপুর জামিন না মঞ্জুর
সৈয়দপুর নীলফামারী
প্রকাশ: রবিবার, ১৯ মে, ২০২৪, ৪:১৫ PM
নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ও মোবাইল কোর্টের আদেশ অমান্য করায় সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপুকে জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 

শনিবার (১৮ মে) বিকালে সৈয়দপুর সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শাহিন কবিরের শুনানি শেষে এ আদেশ দেন। নীলফামারী সদর থানার কোর্ট পুলিশ পরিদর্শক মো জিন্নাত আলী এসব বিষয় নিশ্চিত করেন।

এর আগে গতকাল শুক্রবার জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার অভিযোগে তাকে ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম। প্রার্থী নিজের ভুল ও রায়কে অস্বীকার করায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট বাদী হয়ে তার বিরুদ্ধে একইদিনে দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিয়মিত মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপু শহরের শহীদ তুলসীরাম সড়কে ঘোড়ার গাড়িতে করে প্রচারণায় অংশ নেন। এ সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সেখানে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালত। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২০১৬ সালের নির্বাচনী আচরণবিধি অনুসারে জীবন্ত প্রাণী নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর অপরাধে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করেন, অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহিন কবির আদালতে চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপুর জামিন আবেদন করলে আদালত তা  নামঞ্জুর করে আগামী ২০ মে শুনানীর দিন ধ্যার্য করে। আদালতের আদেশে অসন্তুষ্ট আসামী পক্ষের আইনজীবী। আগামী শুনানির দিনে ফের জামিন চাইবেন তারা বলে জানান তার আইনজীবি সামসুজ্জোহা (জোহা) ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত