বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
বাগাতিপাড়ায় চেয়ারম্যান হলেন বিএনপি প্রার্থী
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪, ১০:২৫ AM আপডেট: ২২.০৫.২০২৪ ৪:৪০ PM
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটে নাটোরের বাগাতিপাড়া উপজেলা থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ.এস.এম জাহাঙ্গীর হোসেন মানিক।

তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহায়ক ছিলেন। তবে দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থীত তিনজন ও স্বতন্ত্র একজনের বিপরীতে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করেন তিনি।

মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, পরে রাত সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাইমেনা শারমীন এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এতে মোটরসাইকেল প্রতীকে ১৪ হাজার ৬৫৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ.এস.এম জাহাঙ্গীর হোসেন মানিক। তার নিকটতম প্রতিদ্বন্দী আসলাম উদ্দিন শালিক প্রতীকে ১৩ হাজার ৬৪৯ ভোট পেয়েছেন।

সূত্রে জানা যায়, উপজেলায় মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।

ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকে ১৪ হাজার ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কাজী  আমানুর রহমান, তার নিকটতম প্রতিদ্বন্দী সেলিম রেজা টিউবওয়েল প্রতীকে ১৩ হাজার ৮৮২ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে ১৮ হাজার ৫৭৩ ভোট পেয়ে মিতা বেগম শিবলী নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী খোদিজা বেগম শাপলা ফুটবল প্রতীকে ১৭ হাজার ১৩০ ভোট পেয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত