আব্বু তোমার অনেক কষ্ট হয়েছিল তাই না?তুমি তো আমাকে নিয়ে যেতে চেয়ে ছিলে আমিই যায় নিভিসা ছিলো না আমারআমি তোমার কষ্টের ভাগ নিতে পারলাম নাতুমি কতো কষ্ট পেয়েছো এটা ভাবলে আমার বেঁচে থাকার ইচ্ছা শেষ আমি তোমার এতো আঘাত ব্যাথা সহ্য করতে পারি নাআল্লাহ কি নেই?এত কষ্ট দিয়ে কোন মানুষ মানুষ কে মারতে পারে বলে আমার জানা ছিলো না।আমি বিচার চাই আমি বিচার চাইআমি ওদের লাশ দেখতে চাই নির্মমভাবে।
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |