বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
নেছারাবাদে নির্বাচনী সহিংসতার হামলায় গ্রেফতার ২
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ২:০৩ PM
নেছারাবাদে নির্বাচনী সহিংসতায় জলাবাড়ী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আশিষ বড়ালের নেতৃত্বে পরিতোষ মিস্ত্রী(৬২) একজনের উপর হামলায় থানায় মামলা হয়েছে।

সাবেক এ চেয়ারম্যানের হামলায় মাথা ফেটে রক্তাক্ত হয়ে নেছারাবাদ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন পরিতোষ মিস্ত্রী। গত ২২ মে দুপুরে ইউনিয়নের পশ্চিম জৌসার গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ব্রিজের পশ্চিম পাড়ে পাকা রস্তার উপর  বসে এ হামলা চালানো হয়। এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী পরিতোষ বাদী হয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আশিষ কুমার বড়াল (৫৮),মিল্টন মজুমদার (৪২), পার্থ বিশ্বাস(৩০) ফয়সাল সিকদার, রিপন বিশ্বাস, সাইফুল মোল্লা,তপন হাওলাদার, রনি এদবর,রতন বেপারী সহ অজ্ঞাতনাম ৪/৫ জন-কে আসামী করে থানায় মামলা করেছেন। পুলিশ দুজনকে গ্রেফতার করে পিরোজপুর আদালতে পাঠিয়েছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানাগেছে, ভুক্তভোগী পরিতোষ মিস্ত্রীর সাথে আশিষ বড়ালের পূর্ব শত্রুতা বিরাজমান। তারই ধারাবাহিকতায় সদ্য শেষ হওয়া নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনে পরিতোষ মটরসাইকেল প্রতীক চেয়ারম্যান প্রার্থী এস,এম মুইদুল ইসলামের নির্বাচন করেছেন। অপরদিকে আসামী আশিষ বড়াল আনারস প্রতীক চেয়ারম্যান প্রার্থী আব্দুল হকের নির্বাচন করেন। ২১ মে সন্ধ্যার পরে আব্দুল হকের বিজয়ের খবর শুনে ২২ মে দুপুরে আশিষ কুমার বড়াল তার দলবল নিয়ে পরিতোষের উপর অতর্কিত হামলা চালায়। এতে পরিতোষের মাথা জখম সহ নাক ফেটে রক্তাক্ত হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে চিকিৎসা দিয়ে ভর্তি নিয়েছেন।

ভুক্তভোগী পরিতোষ মিস্ত্রীর অভিযোগ, আশিষ বড়ালের সাথে পূর্বশত্রুতা বিদ্যমান। তিনি মটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এস,এম মুইদুল ইসলামের নির্বাচন করেছেন। নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হক বিজয় লাভ করেছেন। নির্বাচনে বিজয়ি হয়ে আব্দুল হকের সমর্থক আশিষ কুমার দলবল নিয়ে এসে আমার উপর হামলা চালিয়েছে।

মামলার এক নম্বর আসামী আশিষ কুমার বড়াল অভিযোগ অস্বীকার করে বলেন, পরিতোষ নির্বাচনের সময় বলেছে মটরসাইকেল নির্বাচিত হলে আমাকে দেখিয়ে দিবে। নির্বাচনের পরের দিন তাকে ধরে বিষয়টি জানতে চেয়েছি। এসময় তার সাথে একটু ধাক্কাধাক্কি হয়েছে। বাকি সব মিথ্যা।

নেছারাবাদ থানার ওসি তদন্ত এইচ,এম শাহীন জানান, নির্বাচনী সহিংতা সহ বাদীর সাথে আসামীদের পূর্ব শত্রুতার বিরোধ নিয়ে এ ঘটনা হয়েছে। এ ঘটনায় পরিতোষ মিস্ত্রী বাদী হয়ে বুধবার রাতে নয়জনকে নামীয় সহ ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দিয়েছেন। পুলিশ দু'জনকে গ্রেফতার করে পিরোজপুর কোর্টে পাঠিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত