মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
সোনারগাঁয়ে পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে খুন
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ মে, ২০২৪, ৫:৩৪ PM
সোনারগাঁও পৌরসভার ভট্টপুর এলাকা থেকে সালমা নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের স্বামী রুপচাঁন মিয়া (৪৫) কে পুলিশ আটক করে নিয়ে যান।

২৪ মে শুক্রবার সকাল ভোরে একই গ্রামের ঝর্না আলম নামের এক বৃদ্ধ মহিলার ডাকচিৎকারে শুনে পুকুর পাড়ের সিঁড়ি থেকে সালমার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে পুলিশ এসে মরদেহ নিয়েযান ময়নাতদন্তের জন্য। 

নিহত গৃহবধূ দুই সন্তানের জননী। স্বামী রুপচাঁন মিয়া (৪৫) অটো চালক। বড় ছেলে আব্দুল্লাহ আরবান কাইফি (১৮) ও মেয়ে খাদিজা বয়স ৯ বছর।

নিহত সালমার বড় ছেলে আব্দুল্লাহ আরবান কাইফি বলেন, আমার বাবা এক নারীর সাথে পরকীয়ার জড়িত। এ নিয়ে মা এর সাথে বাবার প্রায়ই তর্ক হতো। এ করণেই আমার বাবা, মাকে মাইরা পুকুর পাড়ে ফেলে আসতে পারেন।

 স্থানীয়রা জানায়, এই পুকুরপাড় থেকে কিছুদিন আগেও আরেকজনের মরদেহ পাওয়া গেছে।

সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার (এস আই) পঙ্কজ কান্তি সরকার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূ সালমার ভাই বাদী হয়ে হত্যা মামলার অভিযোগ করেছে। নিহত গৃহবধূ সালমার স্বামী রুপচাঁন মিয়া (৪৫)কে আটক করা হয়েছে।
মোঃ আক্তার হোসেন
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত