আগারগাঁও ট্রাফিক মোড়ে মেট্রোরেলের পিলারে ধাক্কা লেগে একটি মাটিবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। এতে মেট্রোরেলের পিলার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রাত ৩টায় আগারগাঁও মোড়ে শাহ ফতেহ আলী বাসের সঙ্গে মাটি বোঝাই ড্রামট্রাকের সংঘর্ষের পর ট্রাকটি সজোরে ধাক্কা দেয় মেট্রোরেলের পিলারে। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যাওয়ার পাশাপাশি কিছুটা ক্ষতিগ্রস্ত হয় মেট্রোরেলের পিলার।
শিশুমেলার সামনে থেকে আসা বাসটিকে পাশের রাস্তা ফার্মগেট থেকে বেপরোয়া গতিতে আসা ট্রাকটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় বাসটিকে জব্দ করা হলেও ঘটনাস্থলেই পড়ে আছে ট্রাকটি। এতে যান চলাচলে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে।
মেট্রোরেলের ডেপুটি ম্যানেজার (সিকিউরিটি) আজাদ জানান, আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আমাদের পিলারের কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা প্রাথমিকভাবে দেখতে এসেছি। খালি চোখে দেখে যতোটা বুঝতে পারছি আমাদের পিলারের কার বেস্টন ডিসপ্লেস হয়েছে। এরপর আমাদের বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারিং টিম আসবে। তারপর ক্ষয়ক্ষতি কেমন হয়েছে বলতে পারবো।