বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
খুলনায় অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ মে, ২০২৪, ১:০২ PM
খুলনায় পাঁচ নম্বর ঘাট থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে খুলনা নৌপুলিশ ও খুলনা সদর থানা পুলিশ।

আজ শনিবার (২৫মে) সকাল নয়টায় খুলনার পাঁচ নম্বর ঘাট এলাকা থেকে ওই মৃত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ ও প্রতক্ষ্যদর্শীর তথ্যমতে জানা যায়,সকালে এলাকার কয়েকজন ছেলেরা ঘাট এলাকায় নদীতে গোসল করতে গিয়ে ওই ব্যক্তির মরদেহ ভাসমান অবস্থায় পানিতে পড়ে থাকতে দেখেন। 

মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়দেরকে খবর দিলে তারা পুলিশকে খবর দেয়। পরে স্থানীয়দের সহায়তায় খুলনা নৌ রেঞ্জের পুলিশ সদস্যরা পানি থেকে ওই মৃত ব্যক্তিকে উদ্ধার করেন। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।তবে লাশের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে খুলনা পিবিআই এর ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান এবং খুলনার নৌ পুলিশের ইন্সপেক্টর সাইদুর রহমান জানান,প্রাথমিকভাবে তাকে উদ্ধার করা হয়েছে এবং লাশ ময়নাতদন্ত করে লাশের পরিচয় সনাক্ত করা হবে।

এ সময় সেখানে খুলনা সদর থানা পুলিশ,খুলনা নৌ পুলিশ,খুলনা পিবিআই ও সিআইডির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত