বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
ঘূর্ণিঝড় রেমাল
১১৮টি সাইক্লোন শেল্টার প্রস্তুত গলাচিপায়
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ মে, ২০২৪, ১:৪৭ PM
ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় গলাচিপা উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে বিভিন্ন দফতরের কর্মকর্তাসহ সিপিপি ও রেডক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।

ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় গলাচিপা উপজেলায় ১১৮টি সাইক্লোন শেল্টার ও ৩টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। ৬টি উপকমিটি গঠন ও তদানুযায়ী দায়িত্ব বণ্টন করা হয়েছে। এ ছাড়া উপজেলা নির্বাহী কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রয়োজনীয় শুকনা খাবার যেমন চিড়া, মুড়ি এবং মোমবাতি, দিয়াশলাই, গুড় ইত্যাদি মজুত রাখা হয়েছে। আবহাওয়ার সংকেত বৃদ্ধি পেলে জনসাধারণকে সরিয়ে নিতে ব্যবস্থা নেয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত