শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
যশোরে ধারের টাকা না দিয়ে প্রতারণার অভিযোগে মামলা
যশোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ মে, ২০২৪, ২:৫৫ PM
যশোরে ৭০ লাখ টাকা ধার নিয়ে না দিয়ে প্রতারণার করার অভিযোগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রে কোতয়ালী আমলী আদালতে মামলা হয়েছে। মামলায় তিন ভাইসহ ৫ জনকে আসামি করা হয়েছে। 

মামলার আসামিরা হলো,যশোর শহরের সিটি কলেজ পাড়ার বলায় চন্দ্রকরের ছেলে তারক চন্দ্রকর,গোবিন্দ কর, বিশ্বজিৎ কর,একই এলাকার বলায় চন্দ্র করের ছেলে করুনা হুই, রিপন হুই। তাদের গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারী থানার দুর্গাপুর গ্রামে।

মামলাটি করেছেন, যশোর শহরের ষষ্ঠিতলাপাড়ার বিপি রোডের মৃত আব্দুস সাত্তারের ছেলে নিজাম উদ্দিন অমিত।

মামলায় অমিত উল্লেখ করেছেন,২০২৩ সালের ৫ নভেম্বর ৩শ টাকার ননজুডিসিয়াল স্ট্যাম্পে একটি অঙ্গীকার নামায় স্বাক্ষর করে ৭০ লাখ টাকা ধার গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। ৩০ নভেম্বর তারক চন্দ্রকর, গোবিন্দ কর, বিশ্বজিৎ কর ৭০ লাখ টাকা ধারণ গ্রহণ করেন। 

এরপর নির্ধারিত সময়ে তারা টাকা পরিশোধ না করে ঘোরাতে থাকে। এক পর্যায়ে ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি তাদের বাসায় ডেকে নিয়ে ধার দেওয়া টাকা চান। সেখানে তারা টাকা দিতে পারবে না বলে চলে যায়। এরপর তারা টাকা না দেয়ায় যশোর আদালতে মামলা করেন।

মামলার আইনজীবী আবু মোর্তজা ছোট জানান,৭০ লাখ টাকা ধার নিয়ে না দিয়ে প্রতারণা করার অভিযোগে আদালতে মামলা হয়েছে। যার নম্বর জিআর ১২৪২/২৪,  মামলার পরবর্তী ধার্য্য তারিখ চলতি বছরের ২৫ আগস্ট।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত