ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বরিশাল নদী বন্দর থেকে নৌ চলাচল বন্ধ রয়েছে। রোববার (২৬ মে) সকাল থেকে অভ্যন্তরীণ রুটে সব ধরনের ছোট-বড় লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এছাড়া দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ করেছে ঢাকা-বরিশাল রুটের লঞ্চ কর্তৃপক্ষ ।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব রুটে নৌ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। টার্মিনাল ও টার্মিনাল এলাকায় সকাল থেকে সচেতনতা মূলক মাইকিং করতে দেখা যায় নৌ পুলিশ ও কোস্টগার্ড সদস্যদের।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রিমাল আজ (রোববার) সন্ধ্যা নাগাদ দক্ষিণাঞ্চলের উপকূলে আঘাত হানতে পারে।