শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
যেভাবে রিসেট করবেন মেসেঞ্জারের ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ পিন
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৬ মে, ২০২৪, ৫:০৭ PM আপডেট: ২৬.০৫.২০২৪ ৫:২৯ PM
ফেসবুক মেসেঞ্জারে রয়েছে দুর্দান্ত সব ফিচার। অনলাইনে নিরাপদ যোগাযোগের ক্ষেত্রে বর্তমানে এন্ড টু এন্ড এনক্রিপশন সবচেয়ে গ্রহণযোগ্য ও বিশ্বস্ত নিরাপত্তা ব্যবস্থা।

এত দিন এ সুবিধা ঐচ্ছিকভাবে ব্যবহার করা গেলেও সম্প্রতি মেসেঞ্জারে আদান-প্রদান করা সব বার্তা স্বয়ংক্রিয়ভাবে এনক্রিপশন করে পাঠানো শুরু করেছে মেটা। তবে সুবিধাটি চালুর পরই পিন নম্বর নিয়ে বিড়াম্বনায় পড়েছেন অনেকে। অনলাইনে আদান-প্রদান করা তথ্যের নিরাপত্তায় গোপনীয়তা সুরক্ষার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রেরকের পাঠানো বার্তায় বিশেষ সংকেত (কোড) যুক্ত করে প্রাপকের কাছে পাঠিয়ে থাকে মেসেঞ্জার। ফলে বার্তা অন্য কেউ পড়তে পারে না।
 
এত দিন এ সুবিধা ঐচ্ছিকভাবে ব্যবহার করা গেলেও সম্প্রতি মেসেঞ্জারে আদান-প্রদান করা সব বার্তা স্বয়ংক্রিয়ভাবে এনক্রিপশন করে পাঠানো শুরু করেছে মেটা। তবে সুবিধা নিতে গোপন পিন কোড ব্যবহার করতে হয়েছে গ্রাহকদের। কিন্তু অন্য ডিভাইসে লগইন করার সময় বা অনেক সময়ই সেই পিন কোড চাচ্ছে মেসেঞ্জার।
 
এতে বিড়াম্বনায় পড়েছেন অনেক গ্রাহক। কারণ অনেকেই মনে করতে পারছেন না সেই পিন। তবে চিন্তার কোনো কারণ নেই। মেসেঞ্জার সেটিংস থেকে সহজেই রিসেট করে নিতে পারবেন ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ পিন। 

চলুন দেখে নেয়া যাক পদ্ধতিটি-
 
১.  প্রথমে মোবাইলে মেসেঞ্জার অ্যাপ ওপেন করে সেটিংসে যেতে হবে।

২.  এরপর প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশনে ক্লিক করতে হবে।
  
৩.  তারপর এন্ড টু এন্ড এনক্রিপটেড চ্যাটস অপশনে ক্লিক করতে হবে।

৪.  মেসেজ স্টোরেজ অপশনে ক্লিক করুন।

৫.  রিসেট পিন অপশনে ক্লিক করুন।

৬.  নতুন পিন নম্বর দিয়ে আপনার পিন পরিবর্তন করে নিন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত