নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানার সরদারের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল রোববার রাজধানী ঢাকায় নির্বাচন কমিশনের সচিবালয় শুনানি শেষে ইসি এই সিদ্ধান্ত জানায়। রোববার দুপুরে বাতিলের বিষয়টি নিশ্চিত করেন করেছেন প্রার্থী এমদাদুল হক রানা সরদার। প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিষয়টি নিয়ে উচ্চ আদালতের শরণাপন্ন হবেন বলেও জানিয়েছেন এমদাদুল হক রানা সরদার।তবে ঈশ্বরদীর ইউএনও সুবীর কুমার দাশ বলেছেন, গতকাল রোববার বিকেল পর্যন্ত এ বিষয় অফিসিয়ালি কোনো চিঠি পাননি তিনি। বাতিলের খবর টেলিভিশন থেকে জেনেছেন।
জানা গেছে, উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু কয়েকদিন আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছিলেন এমদাদুল হক রানার বিরুদ্ধে। অভিযোগ আমলে নিয়ে 'কেন প্রার্থিতা বাতিল করা হবে না' মর্মে প্রার্থী এমদাদুল হক রানার সরদারকে রোববার ঢাকায় নির্বাচন কমিশনে তলব করা হয়।
রানা সরদার সশরীরে উপস্থিত হয়ে শুনানিতে অংশ নেন এবং ব্যাখ্যা দেন। শুনানি শেষে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। এদিকে এমদাদুল হক রানা সরদার বলেন, আমি দীর্ঘসময় ইউপি চেয়ারম্যান ছিলাম। কখনো কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করিনি। কিন্তু উপজেলা নির্বাচনে এসে দেখছি আমাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি ন্যায়বিচারের পেতে উচ্চ আদালতে আবেদন করব।
উল্লেখ্য, আগামী ২৯ মে ঈশ্বরদী উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে এমদাদুল হক রানা সরদার চেয়ারম্যান প্রার্থী। তিনি সাঁড়া ইউনিয়ন পরিষদ থেকে পদত্যাগ করে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে প্রার্থীতা দাখিল করেন।