বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
ঘোড়াঘাটে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ১০
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ মে, ২০২৪, ৬:১৩ PM
মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদের নির্দেশনায় ও হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক বিরোধী অভিযানে ১০ জন মাদক কারবারী ও মাদকসেবীকে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। 

এ সময় ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ ও সাব- ইন্সপেক্টর এবং উপ- সহকারী পুলিশ কর্মকর্তারা সঙ্গে ছিলেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মাদকের কারবার, মাদক সেবন অপরাধে জড়িত। শনিবার সকাল থেকে শুরু করে রবিবার বার ভোরবেলা পর্যন্ত পুরো উপজেলায় এই বিশেষ অভিযান চালায় থানা পুলিশের আভিযানিক দল।

অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মাদক বেচাকেনা ও সেবনের সময় হাতেনাতে আটক তরা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন: উপজেলার চোপাগাড়ী, গ্রামের মোঃ খয়বর মন্ডলের পুত্র ,মোঃ রবিউল ইসলাম (৩২), নন্দনপুর গ্রামের মৃত একেন আলী পুত্র মোঃ আজিজার রহমান (৫০), রাণীগঞ্জ এলাকার মোঃ আবু সাইদের পুত্র মোঃ আল রাফি (২৯), রসুলপুর এলাকার মোঃ নুর ইসলামের পুত্র মোঃ আইয়ুব আলী (২৪) নয়াপাড়া এলাকার মৃত আবু বক্করের পুত্র মোঃ রাজু মিয়া (২৮), বিন্যাগাড়ী, গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের পুত্র মোঃ মামুন সরকার (৩৭), নুরজাহানপুর এলাকার মোঃ মমিনুর রহমানের পুত্র মোঃ সাগর মিয়া (৩০), জমিলাপুর এলাকার মোঃ সাইদুল ইসলামের পুত্র মোঃ নাদির আলী (২০) মিতালী গুচ্ছগ্রামের মোঃ মেহেদুল ইসলামের পুত্র মোঃ লিটন মিয়া (৩০), ঢাকার ধামরাই উপজেলার আটিমাইঠান এলাকার মোঃ তারু মিয়ার পুত্র মোঃ মোহর আলী (৫০)। 

২৫ মে রাতে  ঘোড়াঘাট উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের শিদল গ্রাম প্রাইমারী স্কুল মাঠে মাদক কেনা বেচা ও সেবনের সময় তাদের গ্রেফতার করা হয়।এ সময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।যার অনুমান মুল্য-৬ হাজার টাকা। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় মাদক নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক)/৩৬ (২১)/৪১ ধারার অপরাধে মামলা রুজু করা হইয়াছে। 

ঘোড়াঘাট উপজেলাকে মাদকমুক্ত করতে দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়েছে জানিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ঘোড়াঘাট ছোট্ট একটি উপজেলা। তবে সীমান্তবর্তী হওয়ায় এখানে মাদকের প্রভাব লক্ষণীয়। আমরা মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের জন্য প্রতিনিয়ত কাজ করছি।

এ বিষয়ে আমাদের রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সুপার সার্বিক নির্দেশনা প্রদান করে যাচ্ছেন। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামীদেরকে রবিবার দুপুরে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত