বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
গঙ্গাচড়ায় ১৪৯৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
গঙ্গাচড়া প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ মে, ২০২৪, ৯:৩৪ PM
রংপুরের গঙ্গাচড়া এলাকা থেকে ১৪৯৪ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩, রংপুর।

মাদকের কালো থাবায় আক্রান্ত সারা বিশ্ব। মাদকের বিস্তার এখন শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। এর বিষাক্ত ছোবল শেষ করে দিচ্ছে তারুণ্যের অমিত সম্ভাবনাকে। মূল্যবোধের অবক্ষয়, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অসামঞ্জস্যতা, এবং নানাবিধ হতাশার সুযোগ নিয়ে মাদক তার কালো হাত প্রসারিত করেছে তরুণ সমাজের প্রতি। 

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে র‌্যাবের মাদক বিরোধী তৎপরতায় গত ২৪ ঘন্টায় র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর একটি উল্লেখযোগ্য সফল অপারেশন করে। 

এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন বড়রুপাই (জমচওড়া) গ্রামে আসামী সোনামিয়া এর বসত ঘরের ভিতরে  অভিযান পরিচালনা করে ১৪৯৪ বোতল ফেন্সিডিলসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী ১। 

সোনা মিয়া (৩৫), পিতা- আজিজুল ইসলাম, সাং-বড়রুপাই (জমচওড়া) এবং ২। মোস্তাকিম মিয়া  লিটন (২৯), পিতা-আব্দুল খালেক। উভয় সাং-বড়রুপাই (জমচওড়া), থেকে গ্রেফতার করে।  

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে রংপুর জেলার গঙ্গাচড়া থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করা হয়েছে এবং আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত