পটুয়াখালীতে গাছ চাপায় জয়নাল হাওলাদার নামের ৭০ বছরের এক বৃদ্ধ মারা গেছে। আজ সকাল সাড়ে ৭টার সময় জেলার দুমকী উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড নলদোয়ানি স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।
ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে প্রচন্ডবেগে ঝড়ো হাওয়ার সময় হঠাৎ দুটি বড় বড় চাম্বল গাছ জয়নাল হাওলাদারের টিনের ঘরের উপরে পরলে ঘরের মধ্যে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজরুল গাজী।
তবে জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম জানান, মোবাইল ফোনের নেটওয়ার্ক সমস্যার কারণে অনেকের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছেনা, যে কারণে বিষয়টি তার জানা নাই। খোজ নিয়ে দেখতেছেন।
পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল গাজী জানান, তার ইউনিয়নের ১, ২,৩ এবং ৯ নং ওয়ার্ডে কোন আশ্রায়কেন্দ্র না থাকায় ওই চারটি ওয়ার্ডের বাসিন্ধাদের তিনি কোন আশ্রায়কেন্দ্রে নিতে পারেননি। যার ফলে তারা সবাই নিজ নিজ বাসায় অবন্থান করছিল।
তিনি জানান, আজ সকালে যখন প্রচন্ডবেগে ঝড়ো হাওয়া ও বৃষ্টি হচ্ছিল তখন জয়নাল হাওলাদার ও তার স্ত্রী বাসায় ছিল। ঘটনার সময় জয়নাল হাওলাদারের স্ত্রী রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত ছিল। আর জয়নাল ঘরের বারান্দায় বসা ছিল। এসময় ঘরের পাশে থাকা দুটি বড় বড় চাম্বল গাছ টিনের উপরে আচড়ে পরলে তা সরাসরি জয়নালের মাথার উপরে পরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি জানান, বৃষ্টি না কমা পর্যন্ত তার জানাযা নামাজ এবং দাপন প্রক্রিয়ার কাজ শুরু করা যাচ্ছেনা। এছাড়া নেটওয়াক সমস্যার কারণে তাৎক্ষনিকভাবে বিষয়টি প্রশাসনকে অবহিত করা সম্ভব হয়নি তবে সাথে সাথে আমি ফেইস বুকে পোষ্ট করেছি সবাই যাতে জনতে পারে।