সোমবার ২৮ এপ্রিল ২০২৫ ১৫ বৈশাখ ১৪৩২
সোমবার ২৮ এপ্রিল ২০২৫
কুয়াকাটা সমুদ্র সৈকত ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ফুলে উঠেছে
কুয়াকাটা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ মে, ২০২৪, ৩:৫৯ PM
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে  কুয়াকাটা সমুদ্র সৈকত প্লাবিত হয়েছে। সৈকতে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। সমস্ত পর্যটকদের সমুদ্র থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে সকাল থেকেই প্রবল বাতাস বইছে। মুসলধারে প্রবল বৃষ্টি অব্যাহত রয়েছে। 

গতকাল ও আজ তিন দফা জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কলাপাড়া ও রাঙ্গাবালির উপজেলার বেশ কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভেঙ্গে গেছে। ঝড়ে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তলিয়ে গেছে শতাধিক মাছের খাঁচা ও পুকুর। এতে মৎস্য খাতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে জেলা মৎস্য বিভাগ। 

এদিকে কৃষি খাতেও ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির কলাপাড়া উপজেলা ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ৭৬০, আংশিক ঘরবাড়ি  ক্ষতিগ্রস্ত ৬২০,১৪০ টি ঘরবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত