বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
প্রকাশ্যে অস্ত্র দিয়ে যুবককে হত্যার হুমকি
কিশোর গ্যাং এ শুধু কিশোর নয় কিশোরীরাও জড়িয়ে পড়ছে
কুবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ মে, ২০২৪, ৫:০৮ PM
সারা দেশে কিশোর গ্যাং কালচার ভয়াবহ আকার ধারণ করেছে। রাজনৈতিক ছত্রছায়ায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে কিশোররা ব্যবহৃত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের অপরাধের ধরনও পাল্টে যাচ্ছে।

এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি-ছিনতাই থেকে শুরু করে খুনাখুনিসহ নানা অপরাধে কিশোর-তরুণরা জড়িয়ে পড়ছে। মাদক ব্যবসা ও দখলবাজিতেও তাদের ব্যবহার করা হচ্ছে।

এমনি এক ঘটনা ঘটেছে গতকাল কুমিল্লা শাসনগাছা বাস স্টেশন থেকে মোহাম্মদ সাব্বির নামে এক যুবককে পাবলিক প্লেসে রিকশা থেকে নামিয়ে কিছু বখাটে, চাঁদাবাজ, সন্ত্রাসী পেটে ছুরি ধরে টাকা পয়সাসহ যাবতীয় মালামাল লুট করে। সেই যুবক কান্না করে এবং আকুতি করে কোনোভাবে প্রাণে বেঁচে ফিরে। 

কিশোর গ্যাং সদস্যরা তাদের সাথে নতুন করে যুক্ত করেছে কিছু অশ্লীল মেয়ে যাদের পোশাক প্রায় ছেলেদের মতো। তাদের টার্গেট ছিল মোহাম্মদ সাব্বির নামের যুবককে হেনস্থা করা এবং কেউ প্রতিবাদ করলে যেন সে-ই মেয়েগুলোকে কাজে লাগাতে পারে, ঘটনার মোড় অন্যদিকে ঘুরিয়ে নিয়ে ভুক্তভোগী ছেলের দিকেই নিয়ে যাবে এই বলে যে ছেলেটি মেয়েগুলোকে ইভটিজিং করেছে তাই মারধর করছে। কুমিল্লা  কান্দিরপাড় থেকে শুরু করে বেশকিছু জায়গায় এই কিশোর গ্যাং এর উৎপাত বেড়েই চলেছে। 

সাধারণ জনগণও প্রতিবাদ করতে ভয় পায় কারণ এদের কাজের ভয়াবহতা খুব আতংকের এবং বিপদজনক। তাই জনগণের চলাচলের নিরাপত্তা এবং অপ্রত্যাশিত ঘটনা এড়াতে প্রশাসনকে এগিয়ে আসতে হবে। কুমিল্লার সাধারণ জনগণ চায় প্রশাসন যেন ব্যবস্থা নেয়। 

এদিকে কুমিল্লা নবনিযুক্ত মেয়র তাহসিন বাহার সূচনার দৃষ্টি আকর্ষণ করেন তারা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত